জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
পবিত্র কুরআনের তিলাওয়াতকে সারা দেশের হিফজখানার ছাত্রদের মাঝে আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ৫পারা (অনুর্ধ্ব ১০ বছর), ১০পারা (অনুর্ধ্ব ১২ বছর), ২০পারা (অনুর্ধ্ব ১৫ বছর), ও ৩০পারা (অনুর্ধ্ব ১৮ বছর), ছিগারুল হুফফাজ (পূর্ণ হাফেজ অনুর্ধ্ব ১০বছর) এর হিফজকুল কুরআন প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতি বছর সফলতার সাথে পরিচাললিত করে আসছে; আলহামদুলিল্লাহ।
প্রতিটি বিভাগে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠানেরপর ৫গ্রুপে ৭জন করে বিজয়ীদের অংশগ্রহণেল মাধ্যমে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বছর এ প্রতিযোগিতা নিয়মিতভাবে সফলতার সাথে হয়ে আসছে। ৮বিভাগের ১৪ জোনে বিভাগীয় প্রতিযোতায় বিজয়ীদের মধ্যে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতি গ্রুপে ১ম থেকে ১২তম স্থান বিজীয়দের আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। আর এই সফলতা আপনাদের আন্তরিকতা ও সহযোগিতারই বহিঃপ্রকাশ।